কুষ্টিয়ায় ফের শোয়ার ঘরে ১১ গোখরা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফের মিলল ১১টি গোখরা সাপ। এর মধ্যে ১০টি বাচ্চা এবং একটি মা গোখরা সাপ রয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে জেলার মিরপুর ও খোকসা উপজেলা থেকে ১১৬টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের মোচাইনগর গ্রামের ফল ব্যবসায়ী আরিফুল ইসলাম রিফার বাড়ি থেকে এ সাপগুলো উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম রিফা জানান, দুপুরে বাজার থেকে বাড়িতে এসে দেখতে পায় দুইটা গোখরা সাপের বাচ্চা ঘরের মেঝেতে ছোটাছুটি করছে। তারপর সাপ দুটোকে মারতে গিয়ে আরও একটি গোখরা সাপের বাচ্চা দেখা যায়।
আতঙ্কিত হয়ে স্থানীয় সাপুড়ে আনারুল ইসলামকে খবর দিলে সাপুড়ে কড়ি চালান করে বুঝতে পারেন আরও সাপ আছে। সাপুড়ে ঘরের মেঝের মাটি খুঁড়ে একে একে সাপগুলো উদ্ধার করেন।
সাপুড়ে আনারুল ইসলাম জানান, ঘরের মধ্যে সাপের বাচ্চা পাওয়া গেছে বলে আমাকে খবর দেয়। ঘরের মধ্যে কোনো সাপ দেখতে না পেয়ে কড়ি চালান করলে বোঝা যায় ঘরের ভেতরে আরও সাপ আছে। এরপর মেঝের মাটি খুঁড়ে একটি বিষধর মা গোখরা এবং ১০টি বাচ্চা গোখরা সাপ উদ্ধার করা হয়।
গত ১০ জুলাই সোমবার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুলপাড়া এলাকায় নাজমুল ইসলাম লিটনের বাড়ির রান্নঘর থেকে ২৭টি গোখরা সাপের বাচ্চা ও একটি মা সাপ উদ্ধার করা হয়।
এরপর ১২ জুলাই বুধবার জেলার খোকসা উপজেলার ওয়াসিম বিশ্বাসের বাড়ির শোয়ার ঘরের মেঝে খুঁড়ে ৪৮টি গোখরা সাপ উদ্ধার করে স্থানীয় সাপুড়ে।
একই দিনে মিরপুর উপজেলার মালিহাদ ইউয়িনের ঝুটিয়াডাঙ্গা গ্রাম থেকে ১২টি বাচ্চাসহ একটি মা গোখরা উদ্ধার করা হয়।
সর্বশেষ মিরপুর উপজেলার আমলা ঘোষপাড়া এলাকার ইসাহক আলীর ঘর থেকে ১৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়।
আল-মামুন সাগর/এএম/জেআইএম