মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের হরিরামপুরে নৌকার মাঝি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম, রাসেল মোল্লা ও কার্তিক হালদার। এদের বাড়ি পাবনা ও ফরিদপুর জেলায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর হরিরামপুরের ঝিটকা এলাকা থেকে দৌলতদিয়া যাওয়ার কথা বলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন আসামিরা। রাস্তায় গিয়ে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় পরিবারের সদস্যদের কাছে। পরের দিন বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নৌকাটি উদ্ধার করলেও নিখোঁজ থাকেন মাঝি আব্দুর রাজ্জাক। এ ঘটনায় নৌকার আরেক মালিক নান্টু মল্লিক বাদী হয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করলে তারা আব্দুর রাজ্জাককে হাত-পা বেধেঁ নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করেন। কিন্ত পরবর্তীতে মাঝি আব্দুর রাজ্জাকের কোনো হদিস পাওয়া যায়নি।
পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের ফাঁসির দণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় দেন।
সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম এবং আসামি পক্ষে শিপ্রা রাণী সাহা মামলাটি পরিচালনা করেন।
বি এম খোরশেদ/আরএআর/জেআইএম/পিআর