নওগাঁয় এনামুল হককে সংবর্ধনা
মাদার তেরেসা স্বর্ণ পদকে ভূষিত হওয়ায় নওগাঁ বলাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে শহরের বাঙ্গাঁবাড়িয়া এলাকায় বলাকা ক্লিনিকের নিজস্ব অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত ডা. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খন্দকার আব্দুল বারী, ডা. ইসকেন্দার, সাংবাদিক কায়েস উদ্দিন, আজাদ হোসেন মুরাদ। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এনামুল হককে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
উল্লেখ্য, গরীব রোগীদের সুলভ মূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠানে নারী অগ্রাধিকারে ভূমিকা রাখায় গত ২৩ মে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করা হয় নওগাঁর বলাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হককে।
এসএস/পিআর