ভোলায় ইউপি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৫ মে ২০১৫

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের আলোচিত ৯ নং ওয়ার্ডের ইউপি উপ-নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট ১০৮৫ ভোট। তার নিকটতম জাতীয় পার্টি (বিজেপি ) সমর্থিত প্রার্থী পেয়েছেন ৩৬৮ ভোট। সোমবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।


এ নির্বাচনে বিএনপি, জাতীয়পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮ টায় ভোট কেন্দ্রে ছিল ৪ / ৫ শ ভোটারের উপস্থিতি দেখা গেছে। এসময় সকল প্রার্থীর এজেন্ট ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে দুপুরে অনিয়মের অভিযোগে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।  

প্রিসাইডিং অফিসার মো. হুমায়ুন কবির জানান, এখানে মোট ভোটার সংখ্যা ৩১৭৩ জন। ভোট দিয়েছেন মোট ১৬৯৪ জন। সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও প্রচণ্ড  তাপদহে দুপুর থেকে আর ভোটার তেমন আসে নি।  সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আব্দুল হক মারা যাওয়ায় ওই পদ শূন্য হয়।

সকাল থেকে ওই কেন্দ্রে থাকা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার, ওসি মোবাশ্বের আলী জানান, কোনো অনিয়ম দেখা যায় নি।

একই কথা জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। তিনি বলেন, বিএনপি হেরে গেলে এমন অভিযোগ তোলে।  

অমিতাভ অপু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।