১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৩ জুলাই ২০১৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।

শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ, কামলার পাড়া কলেজ, সুন্দর গঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ কলেজ, কুড়িগ্রাম উলিপুরের থেতরাই এ জে কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার দোল ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট আদিদমারী উপজেলার কুমরিরহাট এস সি স্কুল অ্যান্ড কলেজ, নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, মহিষাহার স্কুল অ্যান্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার বারাজান নয়া কলেজ, রংপুর পীরগাছা উপজেলার টামবুলপুর কলেজ, পীরগঞ্জ উপজেলার মহিয়সী বেগম রোকেয়া কলেজ, মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারী তলা আদর্শ কলেজ।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ১৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। তারা সবাই ফেল করেছে।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।