ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৩ জুলাই ২০১৭

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে ট্রাফিক পুলিশের নামে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা।

রোববার ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় বিক্ষোভ করা হয়। এ সময় কিছু সময় শ্রমিকরা সড়ক অবরোধ করলে সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে ট্রাফিক পুলিশ।

বিক্ষুব্ধ অটোরিকশা চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও কিছু চিহ্নিত দালাল যখন-তখন অটোরিকশা আটক করে। পরে ৩ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে ছেড়ে দেয়। কোনো শ্রমিক চাঁদা না দিতে পারলে তার রিকশা জেলা পুলিশ লাইন কিংবা অন্য কোথাও আটকে রাখা হয়। অনেক সময় দালালরা রিকশা শ্রমিকদের লাঞ্ছিত করে।

গত শনিবার (২২ জুলাই) ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় কয়েকজন দালাল ১০টি রিকশা আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়। পরে টাকা দিয়ে রিকশাগুলো ছাড়িয়ে আনতে হয় বলে জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানায়, সড়ক অবরোধের খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক ঘটনাস্থলে যান। এ সময় রিকশাচালক ও শ্রমিকরা মিছিল করে। সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সেলিম জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। রিকশা আটকিয়ে চাঁদাবাজি ও সড়ক অবরোধের ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।