টেকনাফে ইয়াবা চোরাকারবারীর হামলায় যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৪ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীর হামলায় যুবক খুনের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলার লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হেলাল উদ্দিন (৩৫)। তিনি হ্নীলার পশ্চিম লেদা এলাকার আবুল কাসেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, লেদা এলাকার মৃত আমীর আলীর ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইউনুছ, ইউসুফ ও মুন্নার নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী-পাচারকারী চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হেলালকে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেয়ার পথে ওই যুবক মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আশরাফুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।