ঝালকাঠিতে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৪ জুলাই ২০১৭
ফাইল ছবি

ঝালকাঠি জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবছর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯৬৩ জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থী ২ হাজার ২৫৪ জন এবং মেয়ে পরীক্ষার্থী ২ হাজার ৭০৯ জন। উত্তীর্ণ হয়েছে মোট ৩ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৪৫ জন এবং মেয়ে ২ হাজার ১৪৩ জন।

জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। যার মধ্যে ছেলে রয়েছে ১৩ জন এবং মেয়ে ৩৭ জন। পাশের হার দাঁড়িয়েছে ৭৪.৩১ শতাংশ।

অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১১৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১ জন। পাশের হার ৭৪.৬০ শতাংশ। ঝালকাঠি জেলায় ৩২টি কলেজের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৬টি। জেলা প্রশাসন থেকে রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস ব্যাপারী জানান, ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪২৬ জন অংশ নিয়ে ৩৪৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ব্যবসায় শিক্ষায় ২ জন ও মানবিকে ১ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৭৯ জন। পাসের হার ৮১.৪৬ শতাংশ।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী জানান, এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৭৩ জন অংশ নিয়ে ৪৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। বিজ্ঞান বিভাগে ৩ জন ও মানবিকে ২ জন। বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১৫ জন। পাশের হার ৭৯.৯৩ শতাংশ।

জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, ঝালকাঠির ছেলেদের চেয়ে মেয়েরা পড়ালেখায় ও মেধায় এগিয়ে রয়েছে। সকল কৃতকার্য পরীক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন এবং যারা কৃতকার্য হতে পারেনি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক হামিদুল হক।

আতিকুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।