বড়াইগ্রামে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
নাটোরের বড়াইগ্রামে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ মানিক হোসেন (২৫) ও রফিক উদ্দিন (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতৈল গ্রাম থেকে তাদের অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) পার্থ বিশ্বাস জানান, গ্রেফতারকৃত মানিক সাতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং রফিক একই গ্রামের ওসমান গণির ছেলে।
তিনি জানান, তাদের স্থানীয় সংঘর্ষের মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের ওপর হামলার প্রস্তুতি হিসেবে অস্ত্রের মজুদ করছে এমন খবরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় মানিক হোসেনের শয়নকক্ষ থেকে এক রাউন্ড গুলি ও একটি রিভলবার, তিনটি চাইনিজ কুড়াল পাওয়া যায়।
এছাড়া পুলিশ ওই গ্রামের সোনার মোড়ে রফিক উদ্দিনের সার-কীটনাশকের দোকান থেকে চটদিয়ে মোড়ানো অবস্থায় দুইটি রামদা উদ্ধার করেছে বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্রগুলো তাদের বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের নামে অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এমএমজেড/এসআর/জেআইএম