১৪ মামলার আসামি লক্ষ্মীপুর জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৫ জুলাই ২০১৭

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমির রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বাজার থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতার একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াত নেতা রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নাশকতার একাধিক মামলায় রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতার ১৪টি মামলা রয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।