জীবননগরে কৃষক ও নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৭ মে ২০১৫

চুয়াডাঙ্গার জীবননগরে স্ট্রোকে আক্রান্ত হয়ে এক কৃষক ও নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আন্দুলবাড়িয়ায় নির্মাণ শ্রমিক মিজানুর রহমান (৩২) এবং বুধবার সকালে খয়েরহুদা গ্রামের কৃষি শ্রমিক আমিদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়।

তীব্র দাবদাহ ও অসহনীয় ভাপসা গরমের মধ্যে কাজ করার সময় তারা হঠাৎ অসুস্থ পড়ে। এ সময় তাদেকে চিকিৎসকের নিকট নেওয়ার পথে মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানা গেছে। এ নিয়ে উপজেলায় গত এক সপ্তাহে স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হলো।

এদিকে গত এক সপ্তাহ ধরে বয়ে চলা তীব্র দাহদাহ ও ভাপসা গরমে মানুষ ও পশু-পাখির জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাপপ্রবাহে পুঁড়ছে মাঠ-ঘাটসহ ফসলের ক্ষেত। আর দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় জনশূন্য হয়ে পড়ছে রাস্তা ও বাজার-ঘাট।

তীব্র গরমে অসুস্থ হয়ে উল্লেখযোগ্য সংখ্যক বয়স্ক ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ গরমজনিত রোগের প্রাদুর্ভাব।

সালাউদ্দীন কাজল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।