অপহৃত ক্লিনিক মালিক হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার


প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৭ মে ২০১৫

যশোরে অপহরণের তিন দিন পর বাগানের মধ্যে থেকে হাত পা বাঁধা অবস্থায় ক্লিনিক মালিক ডা. খলিলুর রহমানকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার রূপদিয়া কলেজের পেছনে ভৈরব নদের পাড়ে একটি বাগান থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি বসুন্দিয়া মোড় এলাকার মহুয়া ক্লিনিকের মালিক।

ভুক্তভোগীর স্ত্রী এসএম মাহমুদা আক্তার জানান, ২৪ মে রাত সাড়ে ৮ টার দিকে অভয়নগরের প্রেমবাগ মোড় থেকে অজ্ঞাতনামা ৮/১০ জন ডা. খলিলুরকে অপহরণ করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভয়নগর থানা পুলিশকে অবহিত করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ঘটনার পরদিন ২৫ মে যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। বিষয়টি সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বিল্লাল হোসেন জানান, অপহরণের পর থেকেই তাকে উদ্ধারে অভিযান চলছিলো। সকালে সংবাদ পেয়ে রূপদিয়া কলেজের পেছনের বাগান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ণ রয়েছে।

মিলন রহমান/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।