মেজর জিয়াউদ্দিন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৮ জুলাই ২০১৭

মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার ভাগ্নে মো. শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুরের একটি হাসপাতালে শুক্রবার বাংলাদেশ সময়ে সকালে ইন্তেকাল করেন তিনি।

মেজর জিয়াউদ্দিনকে গত ২৯ জুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিডনি ও লিভার অকেজো হয়েছিল। তার অবস্থার অবনতি হতে থাকলে সরকারি পৃষ্ঠপোষকতায় তাকে সিঙ্গাপুরে পাঠান হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জিয়াউদ্দিন পিরোজপুর শহরের পাড়েরহাট রোডের মরহুম আফতাব উদ্দিনের পুত্র।

উল্লেখ্য মেজর জিয়াউদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন।

হাসান মামুন/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।