নাটোরে কলেজ শিক্ষকের ছেলের কাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৯ জুলাই ২০১৭

নাটোরের গুরুদাসপুরে কলেজের কমনরুমে ঢুকে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টাকালে একই কলেজের শিক্ষকের ছেলেকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা।

আর ওই কলেজছাত্রীকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

Natore

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে প্রবেশ করে ওই কলেজের প্রভাষক রবিউল করিমের ছেলে সাগর আহম্মেদ। এসময় সাগর ওই কলেজের কমনরুমে প্রবেশ করে এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় সাগর মেয়েটির হাতে এবং গলায় কামড় দেয়। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এবং কলেজের শিক্ষার্থীরা সাগরকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রেজাউল করিম রেজা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।