হাসপাতালের সড়কের এই অবস্থা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৩৮ এএম, ৩০ জুলাই ২০১৭

ঝিনাইদহের কালীগঞ্জের হাসপাতাল সড়কটির এমনিতেই বেহাল দশা। তার উপর যোগ হয়েছে কয়েকদিনের বৃষ্টি। ছোট বড় গর্ত ও খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পৌরবাসী।

কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে হাসপাতাল সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করছে শত শত যানবাহন, রোগী ও পথচারী। কিন্তু কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড ও হাসপাতাল সড়কটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাই দেখা দিয়েছে জলাবদ্ধতা ও কাদা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ, অফিসগামী জনসাধারণ পড়েছেন চরম বিপাকে। শহরের ফয়ল, পুরাতনবাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে তা ঘরবাড়িতেও প্রবেশ করছে। কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসীরা।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, পুরাতন বাজার, বোর্ডস্কুল, অগ্রণী ব্যাংক রোড, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, গোহাটা, দাসপাড়া রোডে ছোট বড় গর্ত ও খানা খন্দ সৃষ্টি হয়েছে। পঁচা কাদা মাটির মধ্যে চলাচল করতে হচ্ছে ৩নং (ফয়লা) ওর্য়াড পৌরবাসীদের।

Jhenaidah2

৩নং ওয়ার্ড (ফয়লা) পৌর ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসবাস ও ব্যবসা করছি।

রোগী বহনকারী ইজিবাইকের চালক আ. রহিম বলেন, হাসপাতালে রোগী নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয়। ভয় থাকে কখন বুঝি গাড়ি নিয়ে পাল্টি খাই।

এসব বিষয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম মিঠু বলেন, মেয়রকে অনুরোধ করে বলা শর্তেও কোনো কাজ হচ্ছে না।

এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলী জানান, অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।