গাজীপুরে পিস্তল-গুলিসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৯ জুলাই ২০১৭

গাজীপুরে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলো শরিয়তপুরের মালতকান্দি গ্রামের নুরু আকন্দের ছেলে সোলেমান আকন্দ (৩১) ও ভোলা সদরের রামনাগপুর গ্রামের জব্বার সর্দারের ছেলে মোসলেম সর্দার (৪৫)।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই সদানন্দ বৈদ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শ্রীপুরের ২নং সিএন্ডবি রোডে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তারা অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত থাকতে পারে।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।