বিলাইছড়িতে ৫ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০৩:০৩ এএম, ৩০ জুলাই ২০১৭

প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় রাঙামাটির বিলাইছড়িতে পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এগুলো হলো-উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইন্দ্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ওড়াছড়ি উত্তরপাড়া কেন্দ্র, যমুনাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও তক্তানালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

Rangamati2

জানা যায়, প্রবল বর্ষণে ১৩ জুন পাহাড় ধসের ঘটনাসহ সাম্প্রতিক বন্যার আঘাতে বিদ্যালয় পাঁচটি ধ্বংসপ্রাপ্ত হয়।এতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলে ওইসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধই হয়ে পড়েছে।

কোনো কোনো বিদ্যালয়ে মাঝে মাঝে খোলা আকাশের নিচে পাঠদান করা হলেও বৃষ্টিপাতের কারণে প্রায় সময় তা বন্ধ রাখতে হয়।

Rangamati3

বিলাইছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা জানান, ওই পাঁচ বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেছেন তিনি। ভূমিধসে এবং বন্যার আঘাতে বিদ্যালয় পাঁচটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণে ভূমি ধসে ভেঙে ধ্বংস হওয়ার পাশাপাশি বন্যায় ভেসে আসা পলিমাটি বিদ্যালয় ভবনে ঢুকে কক্ষগুলো ভরাট হয়ে গেছে।

এ পাঁচটি বিদ্যালয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দ্রুত বিদ্যালয়গুলোর মেরামত ও পুনঃনির্মাণ করা না হলে এসব বিদ্যালয়ে অধ্যায়নরত প্রাথমিক শিশুদের ভবিষ্যত ধ্বংসের সম্মুখীন হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।