সাড়ে ৪ মাস পর খোলা হলো যশোর বিএনপির দরজা


প্রকাশিত: ০৩:২৪ এএম, ৩০ মে ২০১৫

যশোরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের অনুষ্ঠানের পর তালাবদ্ধ হয়ে যাওয়া যশোর জেলা বিএনপির কার্যালয় খোলা হলো সাড়ে চারমাস পর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনের জন্য শুক্রবার কার্যালয়ের তালা খোলা হয়। শনিবার সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন তালাবদ্ধ অফিস খোলা হলেও দলীয় নেতাকর্মীদের তেমন উপস্থিতি ছিল না। শনিবারের অনুষ্ঠান নিয়েও সংশয় রয়েছে। গ্রেফতার আতঙ্কে দলের অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে রয়েছেন। গত ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে জেলার শীর্ষ নেতাদের গ্রেফতারের পর তালাবদ্ধ রাখা হয় দলীয় কার্যালয়টি।

সাড়ে চার মাসের মাথায় আবারও দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে কার্যালয় খোলার উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। পুলিশের মৌখিক অনুমতি নিয়ে কার্যালয়ের চেয়ার টেবিলের ময়লা পরিস্কার করা হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশের অনুমতি নিয়ে দলীয় কার্যালয় খোলা হয়েছে। শনিবার সকালে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান থেকে নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার প্রস্তুতির অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, যুগ্ম সম্পাদক আবদুস সালামসহ ১১ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এরপর থেকে দলীয় নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে কার্যালয়ের দিকে আসছেন না।

সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলনে জেলায় অন্তত ৩২টি মামলায় বিএনপির ১২শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলের শীর্ষ নেতা থেকে তৃণমূল সবাই গ্রেফতার এড়াতে কৌশলী হয়েছেন। দলীয় কার্যালয় খোলা কিংবা প্রকাশ্যে রাজপথে কর্মসূচিতে অংশগ্রহণের সাহস পাচ্ছেন না নেতাকর্মীরা। গত বছরের ১ অক্টোবর যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলির ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ১২৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলা গ্রেফতার, পুলিশের চার্জশিট দাখিলের ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাড়ে চার মাস পর দলীয় কার্যালয় খোলা হলেও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক রয়েই গেছে।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।