আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদকালে সংঘর্ষ: আহত ৩


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ৩০ মে ২০১৫

উচ্চ আদালতের নির্দেশে নগরীর দৌলতপুরে থানা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদকে কেন্দ্র করে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ। সকাল ৯টা থেকে এই অবরোধ শুরু হয়েছে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জাগো নিউজকে জানান, দৌলতপুর বাস স্ট্যান্ডের সড়ক ও পথের জমি দখল করে সেখানে থানা আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। উচ্চ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়। শনিবার সকালে সেখানে আবারো উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছাত্রভঙ্গ করে দেয়। এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হন।

এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইক থেকে মাইকিং করে নেতাকর্মীদের হাজির করে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। তারা দৌলতপুর বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন।

আলমগীর হান্নান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।