দিনাজপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৫:০৫ এএম, ৩০ মে ২০১৫
ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে মো. আবুল হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আবুল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে। শুক্রবার রাত ১২টায় বজ্রপাতে নিজ শয়ন কক্ষে তিনি মারা যান ।

স্থানীয় বাসিন্দা মো. মাহবুর রহমান জাগো নিউজকে জানান, হরিহরপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. আবুল হোসেন গরমের কারণে শয়ন কক্ষের জানালা খুলে শুয়ে ছিলেন। রাত ১২টায় প্রচণ্ড শব্দে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাত জানালা দিয়ে তার শরীরে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন।

কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শামসুল আলম বজ্রপাতের সময় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।