মূল ভবন ছেড়ে টিনের চালার নীচে চলছে পাঠদান


প্রকাশিত: ১০:২৮ এএম, ৩০ মে ২০১৫

শরীয়তপুর জেলা সদর উপজেলার ৬০ নং উত্তর গ্রাম চিকন্দি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় বর্তমানে শিক্ষার্থীরা খোলা আকাশের নীচে ক্লাশ করছে।

বিদ্যালয় ভবনটি অনেক পুরাতন ও জরাজীর্ণ। ভবনের বিভিন্ন স্থানে শুড়কি উঠে গেছে এবং ভবনের অনেকগুলো বিম ফেটে গিয়ে রড বেরিয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের বিপদমুক্ত রাখার জন্য পুরাতন টিনের চালার নীচে ক্লাস নিচ্ছেন শিক্ষকগণ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. লতিফ জাগো নিউজকে বলেন, বিদ্যালয় ভবনটিতে ফাটল ধরায় শিক্ষার্থীদের খোলা জায়গায় ক্লাশ নিতে বাধ্য হচ্ছি। যেখানে ৫ জন শিক্ষক দরকার সেখানে আমরা ৩ জন শিক্ষক প্রায় ২৫০ শিক্ষার্থীর ক্লাস নিচ্ছি। শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষর্থীদের শিক্ষা দান ব্যহত হচ্ছে।

৫ম শ্রেণির শিক্ষার্থী অনীকা আক্তার জাগো নিউজকে জানান, আমাদের ক্লাস করতে কষ্ট হচ্ছে। বাইরে ক্লাস করি কিন্তু ফ্যান নেই। অনেক গরম লাগে। আমাদের একটি সুন্দর ভবন হলে ভালো হত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী জাগো নিউজকে বলেন, আমরা উপজেলা শিক্ষা কমিটিতে রেজুলেশন নিয়ে প্লানিং বিভাগে পাঠিয়েছি। যোগাযোগ করে ভবনটি নির্মাণের চেষ্টা করছি। শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।

মো.ছগির হোসেন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।