সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৪ আগস্ট ২০১৭

সাতক্ষীরার ৩ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কলারোয়া, পাটকেলঘাটা ও শ্যামনগর উপজেলায় শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

কলারোয়া উপজেলার ইলিশপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শাওন হোসেন (২৭) যশোর জেলার শার্শা উপজেলার বশতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধার ও ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এদিকে পাটকেলঘাটায় খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে আঘাত করলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরবনগরের তারাপদ দাসের স্ত্রী গুরু দাসী (৫০) ও একই গ্রামের গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে জানান, যাত্রীবাহী বাসটি ভৈরবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের উপর উঠে যায়। এ সময় বাস্তার পাশে ও দোকানে থাকা দুইজন ঘটনাস্থলে নিহত হয়। বাসের যাত্রীরা অক্ষত রয়েছেন।

এছাড়া শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের সামনে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনতা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত লাইলী বেগম (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ নূর ইসলামের স্ত্রী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সড়ক দুর্ঘটনায় লাইলী বেগমের মৃত্যু ও তার স্বামীর মারাত্মক জখম হওয়ার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।