নেত্রকোনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে এএসপিসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৪ আগস্ট ২০১৭

নেত্রকোনা দূর্গাপুর উপজেলার কাচারি মোড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে দূর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শিবলি সাদিকসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

Netrokona

এ ঘটনায় দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।