লাইলীর সন্তানদের সহযোগিতার আশ্বাস ইউএনওর
ঢাকার বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলীর দুই শিশুসন্তান মরিয়ম ও আতিকুরকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দাসিয়ারছড়ার সমন্বয় পাড়ায় নিহত লাইলীর বাবার বাড়িতে তার দুই সন্তানকে শান্ত্বনা দিতে গিয়ে তিনি এ আশ্বাস দেন।
এসময় ইউএনও দেবেন্দ্র নাথ ঊরাঁও বলেন, আমি নিহত লাইলীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার অবুঝ দুই শিশুসন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এদিকে গৃহকর্মী লাইলীকে হত্যা করা হয়েছে দাবি করে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। স্থানীয়দের উদ্যোগে রোববার দুপুরে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে শত শত মানুষ রাস্তার দু’পাশে মানববন্ধন করে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে লাইলীর মৃত্যুর জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করে তার অবুঝ দুই শিশুসন্তান মরিয়ম ও আতিকুরের ভরণ-পোষণের দায়িত্ব নেয়ার দাবি জানান। সেই সঙ্গে লাইলীর স্বামী ভারতের জেলে বন্দি নজরুল হককে দ্রুততম সময়ে ছাড়িয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
এর আগে রোববার ভোর ৫টায় লাইলীর মরদেহ ঢাকা থেকে দাসিয়ারছড়ায় তার বাবার বাড়ি পৌঁছায়। পরে সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে বাবার বাড়ির আঙিনায় লাইলীর মরদেহ দাফন করা হয়।
নাজমুল হোসেন/এফএ/জেআইএম