বোরহানউদ্দিনে আরও একটি গ্যাস কূপের খনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৬ আগস্ট ২০১৭

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে মুলাইপত্তন গ্রামে শাহবাপুর ইস্ট-১ নামের একটি কূপের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্ল্যাহ, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহনউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে ইতোমধ্যে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। আরও একটি ২২৫ ও ১০০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে।

Bhola

মন্ত্রী আরও বলেন, গ্যাসের উপর নির্ভর করে দেশি-বিদেশি কোম্পানি বিনিয়োগ করবে, এতে জেলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা হবে। এসব ইন্ডাস্ট্রিজ হলে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ভোলার বোরহনউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। ওই গ্যাসের উপর নির্ভর করে ২০০৯ সালের দিকে গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়ার্ট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট চালু হয়। ২০১৩ সালের দিকে সদরের আবাসিক এলাকায় গ্যাসের সংযোগ দেয়া হয় এবং ২০১৬ সালের দিকে গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়ার্ট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

বাপেক্স জানিয়েছে, ভোলার একমাত্র গ্যাস ক্ষেত্র শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কুপ থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব, কিন্তু বর্তমানে জেলায় চাহিদার বিপরীতে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। নতুন কূপ থেকে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকতে পারে বলেও আশাবাদী তারা।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।