গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ১০:০৮ এএম, ৩১ মে ২০১৫

গোবিন্দগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের ১০টি গ্রামে গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই এলাকার জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার দুপুরে গোবিন্দগঞ্জের বালুয়া বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ব্যস্ততম ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে।

এলাকাবাসী অভিযোগ করেন, গত ২৫ মে রাতে ঝড়-বৃষ্টিতে গোবিন্দগঞ্জের দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ লাইনের একাধিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ লণ্ডভণ্ড হয়ে যায়।  ফলে ওইদিন থেকেই ওই ২টি ইউনিয়নের ১০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তার কাছে ধরনা দিয়েও কোন লাভ হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।