ফুলবাড়ীতে ইউএনও`র অপসারণ দাবিতে বিক্ষোভ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছিটমহল বিনিময় চুক্তি বিরোধী মাদক চোরাচালান চক্রের সঙ্গে আতাত করে ১৯৭৪ সালের মুজিব-ইন্দ্রিরা চুক্তি বাস্তবায়নে অন্তরায় সৃষ্টির পায়তারা করায় ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছিটমহলবাসী। এ সময় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে দাসিয়ার ছড়া ছিটমহলের হাজার হাজার মানুষ। রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী প্রেসক্লাব চত্ত্বরে এক সমাবেশ করে।
সমাবেশে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ার ছড়া শাখার সভাপতি আলতাফ হোসেন বক্তব্য রাখেন।
পরে দুপুর ২টায় ফুলবাড়ী প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে প্রেরিত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অপসারণের দাবি সংবলিত স্মারকলিপি পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জানান, ফুলবাড়ীর ইউএনও মো. নাসির উদ্দিন মাহমুদ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটিকে পাশ কাটিয়ে চুক্তি বিরোধী চক্রের সঙ্গে গোপনে আতাত করে দাসিয়ার ছড়া ছিটমহলবাসী নামে একটি কমিটি গঠন করেন ছিটমহলের উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব বিভিন্ন দফতরে প্রেরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছিটমহলবাসী। ছিটমহলের কয়েক হাজার মানুষ ইউএনও`র ওই পরিকল্পনা প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে অবিলম্বে তার অপসারণ দাবি জানান।
এ ব্যাপারে ইউএনও মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানো হয়েছে। ছিটমহলের কারোও সঙ্গে আমার কেনো আতাত নাই।
নাজমুল হোসাইন/এআরএ/আরআই