রোগীর এক চোখ থেকেই বের হলো ৮টি পাথর!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:২৬ এএম, ০৯ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁও সদর স্বাস্থ্যসেবা হাসপাতালে এক চোখের রোগীর অপারেশন করে আটটি পাথর বের করেছেন চিকিৎসক। বুধবার সকালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার এই অপারেশন করে পাথর বের করেন।

তাৎক্ষণিক ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগকে অবগত করলে তারা জানান, দেশে এটি চক্ষু বিজ্ঞানে বিরল ঘটনা। একটি চোখ থেকে অপারেশন করে আটটি পাথর বের করা সম্ভব হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা দৌলতপুর গ্রামের পুতুল রানী (২৪) দীর্ঘদিন থেকে চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যসেবা হাসপাতালে চক্ষু চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার তার চোখ দেখালে ডাক্তার অপারেশন করানোর পরামর্শ দেন।

বুধবার অপারেশন করতে গিয়ে ডাক্তার রোগীর চোখে অনেকগুলো পাথর দেখতে পান এবং অপারেশন করে চোখ থেকে এসব পাথর সরিয়ে ফেলেন।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গোফরান, চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার ও সাংবাদিক মনসুর আলী প্রমুখ।

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিফ কনসালট্যান্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার বলেন, প্রথমে চোখের নিচে ফোলা দেখে আমার টিউমার মনে হয়েছে। পরে অপারেশন করতে গিয়ে ছোট ছোট অনেকগুলো সাদা বস্তু দেখা যায়। অপারেশন করলে আটটি পাথর বের হয়। বাংলাদেশের কোথাও একটি চোখ থেকে ৮টি পাথর বের করার রেকর্ড নেই। এটি দেশে প্রথম।

মো. রবিউল এহসান রিপন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।