বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ২ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০২ জুন ২০১৫

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক ফাঁকির মামলায় স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার কাজী আল তারিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিরোধিতা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিজিবির আইন পরিদর্শক রওশন মোস্তফা।

এসময় তিনি পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কান্ত রায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ২৪০০ পিস ভারতীয় বাইসাইকেল আনা হয়। খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে সাইকেল বোঝাই ৫টি ট্রাক আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি। পরদিন ২০ মে বিজিবির সুবেদার মো. আবুল কালাম বাদী হয়ে স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিকসহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।