তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৪ আগস্ট ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাঁকা গ্রামের বাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহত আবদুল আজিজ (৫৮) ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে আজিজ রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় রিকশাভ্যানে বসে থাকা আজিজের পায়ে একই গ্রামের মতিয়ার রহমানের বাইসাইকেলের আঘাত লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে তারা দুজনেই বাড়ি চলে যান। কিছুক্ষণ পর আজিজ কোনো এক কাজে বাড়ি থেকে পাঁকা গ্রামের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাজারের কাছে মতিয়ারের লোকজন হাতুড়ি দিয়ে আজিজকে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় আজিজকে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আহমেদ নাসিম আনসারী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।