নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৪ জুন ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর কলেজ ছাত্র বিকাশ চন্দ্র দেবনাথের (১৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর তিস্তাঘাট (বিবিসি হাট) এলাকা থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার রামডাকুয়া ব্রিজের কাছে সহপাঠীদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিকাশ। বিকাশ সুন্দরগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ার রমেশ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, ঘটনার পর থেকেই পুলিশ, পৌরসভার কর্মচারি, নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মিলে উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। বৃহস্পতিবার সকালে  হরিপুর তিস্তাঘাট এলাকায় নদীতে বিকাশের মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকাশের মৃতদেহ উদ্ধার করা হয়।

অমিত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।