গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:২১ এএম, ২০ আগস্ট ২০১৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপককে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তাছির উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সিনিয়র ব্যবস্থাপক তাছির উদ্দিন টাকা নিয়ে অফিসে যাচ্ছিল। পথে ভাটই বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ৩ ছিনতাইকারী তার ওপর হামলা করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

arrest-jenaidha-

এ সময় আশপাশের লোকজন ছিনাতাইকারীদের ধাওয়া করে। ছিনাতাইকারীদের মধ্যে একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আল আমিন ও এমদাদ নামের দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।

পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, আটক আল আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার হুল­া গ্রামের হারুন মিয়ার ছেলে ও এমদাদ ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।