পিরোজপুরে ৩ বিএনপি নেতা কারাগারে
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও উপজেলা যুবদল নেতা মো. মনির আকন নামের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাসে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালের বিচারক মো. আহসান হাবিবের আদালতে মামলার ৭ জন আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুলালসহ তিন জনকে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে উপজেলার দেবীপুর মাদ্রাসার সামনের সড়কে বনফুল ও হামিম পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনার পর দিন বনফুল বাসের কর্মচারি লিটন বেপারি বাদী হয়ে ১৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন। ২০ জানুয়ারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের নাম অন্তর্ভুক্ত করে ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলার এজাহারে রুহুল আমিন দুলালের নাম ছিল না। পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শী কোন সাক্ষী নেই।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুহুল আমিন দুলালসহ কারাগারে পাঠানো নেতাদের জামিন দাবি করেন।
হাসান মামুন/এমজেড/আরআইপি