ভাইয়ের নাম বলে সোনার চেইন নিয়ে উধাও!


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৪ জুন ২০১৫

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সংযুক্ত পুলিশ লাইন, নড়াইলের মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রীর কথা বলে রফিকুলের ভাই শরিফুল ইসলাম (৩৫) নড়াইলের মা মনি জুয়েলার্স থেকে ১ ভরি সোনার চেইন নিয়ে উধাও হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

শহরের রূপগঞ্জ এলাকার মা মনি জুয়েলার্সের মালিক তরুণ কুমার বিশ্বাস জাগো নিউজকে জানান, নড়াইল সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমান পুলশ পরিদর্শক (নিরস্ত্র), সংযুক্ত পুলিশ লাইন, নড়াইলের রফিকুল ইসলামের ছোট ভাই শরিফুল ইসলামের সঙ্গে দোকানে আসা যাওয়ার কারণে পূর্ব পরিচয় ছিল। এরই ধারাবাহিকতায় শরিফুল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আমার দোকানে গিয়ে বলেন, ভাইয়ের (রফিকুল) একটি অনুষ্ঠানের জন্য ১ ভরি সোনার একটি চেইন প্রয়োজন। চেনটি ভাবিকে দেখাতে হবে। দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেলে আমি ও শরিফুল নড়াইল প্রেসক্লাবের পশ্চিমপার্শ্বে পুলিশ পরিদর্শক রফিকুল সাহেবের ভাড়া বাসার সামনে আসি। এসময় শরিফুল বলেন, আপনি একটু অপেক্ষা করুন ভাবিকে চেইনটি দেখিয়ে আসছি। পরে শরিফুল আর ফিরে আসেননি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আমার ভাই শরিফুল আমার বাড়িতে আসেনি। তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই।

নড়াইল জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ বিশ্বাস জাগো নিউজকে জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

হাফিজুল নিলু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।