তেঁতুলিয়ায় বজ্রপাতে নিহত ৩


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৫ জুন ২০১৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় বজ্রপাতে দুই যুবকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভজনপুর ও দেবনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় আরো আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু`জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, মো. বাবু (২৩), শাহিরুল ইসলাম এবং আজিজুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেলে মৃদু বৃষ্টির সঙ্গে প্রচন্ড শব্দে ভজনপুর ও দেবনগর ইউনিয়নের কলেজপাড়া, শান্তিজোত, ভেলুপাড়া এবং দেবনগর এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১১ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই তিন জন মারা যান। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।