নাটোরে ব্রয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৭ জুন ২০১৫

নাটোরের নলডাঙ্গায় ধানের চাতালের ব্রয়লার বিস্ফোরণে জামরুল ইসলাম নামে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়ছে। এসময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জামরুল সদর উপজেলার তেলকুপি পাচআনিপাড়া এলাকার বাসিন্দা

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলাম জানান, নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকার সাবেক ইউপি সদস্য আবু হেনার চাতালে রোববার ভোরে ধান সিদ্ধ করছিল শ্রমিক জামরুলসহ অন্যরা। এসময় হঠাৎ করে বিকট শব্দে ব্রয়লার বিস্ফোরণ হলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই জামরুল ইসলাম মারা যায়। এসময় আহত হয় শমসের আলী ও আব্দুল মান্নান। পরে আহত দু`জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।