ঠাকুরগাঁওয়ে বন্যার্তদের মাঝে হোন্ডার ত্রাণ বিতরণ
এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। রোববার ঠাকুরগাঁও জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইউচিরি ইসি’র নির্দেশনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শহরে ডিসিবস্তি, কলেজপাড়া এলাকায় সহায় সম্বলহীন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মানব সম্পদ ও প্রশাসনের সহকারী ম্যানেজার এস. এম. মাহ্মুদুল হক, নিউ মডেল অফিসার আলমগীর আলম, অর্থ বিষয়ক অফিসার অজিত মোহন সরকার ও ঠাকুরগাঁও হোন্ডা মোটরসাইকেল ডিলার শামীম আক্তার জীবন। ওই প্রতিষ্ঠানটি এর আগে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় ত্রাণ বিতরণ করে।
ঠাকুরগাঁওয়ে হোন্ডা মোটরসাইকেলের ডিলার শামিম অটোর সহযোগিতায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে চাল, শাড়ি, লুঙ্গি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি