নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৭ জুন ২০১৫

নাটোরে পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে ও শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রিপন (২৮) এবং ডামরুল (৩০)।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াজেদ আলী জানান, শনিবার রাত ১টার ত্রিমহনী এলাকার আবু হেনার ধানের বয়লারে (ধান সেদ্ধ করা হয়) কাজ করছিলেন ডামরুল। হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এসময় আব্দুল মান্নান ও সমসের আলীর নামে আরো দুই শ্রমিক আহত হয়। নিহত ডামরুল নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে বাসিন্দা।

তিনি আরো জানান, সকাল ৯টার দিকে নাটোর থেকে রিপন ও পলক মোটরসাইকেলযোগে নলডাঙ্গা উপজেলার হালতি খোলাবাড়িয়া যাচ্ছিল। পথে পাটুল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। রিপন নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার ময়েন মোল­ার ছেলে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।