ঠাকুরগাঁওয়ে পোস্ট অফিসের পিয়নের আত্মহত্যা
ঠাকুরগাঁও সদর বেগুন বাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় গলায় ফাঁস দিয়ে আব্দুল মজিদ (৫০) নামে এক পোস্ট অফিসের পিয়ন আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকালে দানারহাট এলাকার হাটপাড়া গ্রামে আব্দুল মজিদের বাড়ির সামনের আম গাছে তার ঝুলন্ত মরদেহ এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এলাকাবাসী জানায়, আব্দুল মজিদ বেগুন বাড়ি ইউনিয়নের হাটপাড়া গ্রামের মৃত সহিম উদ্দীনের ছেলে। পোস্ট অফিসের চাকরি থেকে অবসর নেয়ার পরে সে দানার হাটে চায়ের দোকান করতেন।
আব্দুল মজিদের স্ত্রী রাণী বেগম জানান, মজিদ মঙ্গলবার রাত ১২টা পর থেকে নিখোঁজ ছিলেন। দোকান বন্ধ করে বাড়ি আসেনি আর। তিনি অভিযোগ করে বলেন আমার স্বামী আত্মহত্যা করেনি। তাকে গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা না খুন বিষয়টি তদন্ত করে বলা যাবে।
মো: রবিউল এহসান রিপন/এএম/এমএস