রাহবার হিমাগারে বিদ্যুৎ চুরি, দেড় কোটি টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ওসমান আলীর রাহবার হিমাগার নামে ৩ টি কোল্ড স্টোরেজে অনৈতিকভাবে বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়ার অভিযোগে দেড় কোটি টাকা জরিমানা করেছে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।
কিন্তু গত ৪ বছরেও রাহবার হিমাগার কর্তৃপক্ষ দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজারকে ম্যানেজ করে জরিমানার টাকার পরিশোধ করছে না বলে অভিযোগ উঠেছে।
এরই প্রেক্ষিতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর আওয়াতাধীন রাহবার হিমাগারের বিদ্যুৎ চুরির পুনরায় তদন্ত ও জরিমানার অর্থ পরিশোধের জন্য পল্লী বিদ্যুৎতায়ন চেয়ারম্যান বরাবরসহ কয়েকটি দফতরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেছেন।
সূত্র মতে, ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ওসমান আলীর রাহবার হিমাগার নামে ৩টি কোল্ড স্টোরেজ প্রতিমাসের বিদ্যুৎ বিল চুরি করে অন্যান্য কোল্ড স্টোরের বিদ্যুত বিলের চেয়ে ৩ ভাগের এক ভাগ বিল প্রতিমাসে পরিশোধ করেছেন বলে অভিযোগ উঠে। বিষয়টি বীরগঞ্জ বিদ্যুৎ বিভাগের নজরে আসলে দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজারকে অবগত করা হয়।
পরে দিপবিস-১ এর একটি গঠিত তদন্ত কমিটি অনুসন্ধানে নামলে মিটারের সফটওয়্যারের মাধ্যমে ব্যবহৃত ইউনিটের চারভাগের তিন ভাগ কমিয়েছেন বলে প্রমাণ পায় তদন্ত কমিটি। বিদ্যুৎ চুরির দ্বায় স্বীকার করেন রাহবার হিমাগার কর্তৃপক্ষ।

বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়ায় ৪১ মাসে রাহবার হিমাগার নামে ৩ টি কোল্ড স্টোরের ব্যবহৃত বিদ্যুৎ বিলের জন্য দেড় কোটি টাকা জরিমানা করে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড।
কিন্তু গত ৪ বছরে দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার রাহবার হিমাগার কর্তৃপক্ষের কাছে জরিমানার অর্থ পরিশোধের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
অভিযোগ উঠেছে হিমাগার কর্তৃপক্ষ দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজারকে ম্যানেজ করে জরিমানার অর্থের বিষয়টি ধামা চাপা দেয়া হয়েছে।
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় কোল্ড অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ বলেন, বৃহত্তর দিনাজপুরে ১৮টি কোল্ড স্টোর কর্তৃপক্ষ আমরা পল্লী বিদ্যুতের ইউনিট অনুয়ায়ী বিল পরিশোধ করে আসছি। কিন্তু রাহবার হিমাগার নামে ৩ টি কোল্ড স্টোর বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত মুনাফা অর্জন করেছে। বিদ্যুৎ বিভাগ বিষয়টি তদন্ত করে প্রমাণ পেয়ে দেড় কোটি টাকা জরিমানা করার পরে অর্থ আদায়ে কোনো ভূমিকা পালন করেনি দিপবিস-১। তাই সরকারের রাজস্ব ফাঁকি দেয়ায় পল্লী বিদ্যুৎতায়ন চেয়ারম্যান বরাবরসহ কয়েকটি দফতরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
রাহবার হিমাগারের মালিক ওসমান আলীর কাছে পল্লী বিদ্যুৎতায়নের জরিমানার টাকা গত ৪ বছরেরও পরিশোধ না করার কারণ জানত চাইলে তিনি বলেন, জরিমানার টাকা কিস্তির মাধ্যমে পরিশোধের চেষ্টা করছি। খুব শিগগিরই সব বিল পরিশোধ করা হবে।
দিনাজপুর পল্লীবিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আশরাফুল হক জানান, রাহবার হিমাগার নামে ৩টি কোল্ড স্টোরের সঙ্গে অন্যান্য হিমাগারের বিলের সঙ্গে যাচাই-বাছাই করে অভিযোগে প্রমাণ পাওয়ায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানা পরিশোধের জন্য হিমাগার কর্তৃপক্ষকে ৩৬ মাসের কিস্তিতে জরিমানা পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছে পল্লীবিদ্যুৎ বোর্ড।
দীর্ঘদিনও জরিমানার টাকা পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছি। আমার জানা মতে তারা কিস্তি পরিশোধ করছেন।
রবিউল এহসান রিপন/এএম/জেআইএম