ম্যাজিস্ট্রেটের পা ধরার ঘটনায় ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৮ জুন ২০১৫

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কলেজ শিক্ষকের বাকবিতণ্ডার জের ধরে কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দীনকে ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনায় আদালতে কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে মানহানি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী কলেজ শিক্ষক।

সোমবার ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দীন সকালে পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সত্য ব্রত রায়ের আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় তৎকালীন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ মনির হোসেন হাওলাদার ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য্য করে।

আর আগে একই ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি হাইকোর্টে রিট একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট অভিযুক্ত ইউএনও ও এসিল্যান্ডকে স্ব-শরীরে আদালতে তলব করে।

এ ঘটনায় সারাদেশে সরকারি কলেজ শিক্ষক ও শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি দিলে প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর ইউএনও মোহম্মদ মনির হোসেন হাওলাদারকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়, সহকারী কমিশনারকে (ভূমি) আশরাফুল ইসলামকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ও কলেজ অধ্যক্ষ মো. ফারুকুজ্জামানকে বরিশালের চাখার সরকারি কলেজে বদলি করা হয়।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন বাক বিতণ্ডাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষে কলেজ অধ্যক্ষ প্রফেসর এবিএম ফারুকুজ্জামান ও ইউএনও মোহম্মদ মনির হোসেন হাওলাদারের উপস্থিতিতে প্রকাশ্যে সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দীনকে এসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করান।

এ অনৈতিক লাঞ্ছনার বিষয়টি ভূক্তভোগী শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের কাছে অবহিত করেন। এছাড়া গণমাধ্যম এবং সামাজিক ওয়েব সাইট ফেসবুকের মাধ্যমে বিষয়টি সারাদেশে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষুব্দ হয়ে ওঠেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দসহ সারাদেশের সরকারি কলেজ শিক্ষকরা ভান্ডারিয়া সরকারি কলেজে ছুটে এসে লাঞ্ছিত অধ্যাপক মোনজাত উদ্দীনের পাশে দাঁড়ান। পরে দেশ জুড়ে সরকারি কলেজগুলোতে অব্যাহত বিক্ষোভ মিছিল, সমাবেশ কয়েকদফা মানববন্ধন ও কর্মবিরতি পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়াও ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রীপরিষদ সচিবকে নির্দেশ দেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

হাসান মামুন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।