কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

কুড়িগ্রামে ৫ হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ লাইন চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পুলিশ সুপারের উদ্যোগে কুড়িগ্রাম পুলিশ সুপারের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল মঞ্জু, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জনপাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, কুড়িগ্রাম জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর শাহ মো. শরিফ ভান্ডারী প্রমুখ।

কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং দিনাজপুর জেলার বন্যার্তদের সাহায্য করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ৫ লাখ টাকা, বিভিন্ন ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৫০ লাখ ২৩ হাজার ৮৭৮ টাকা এবং ত্রাণ সামগ্রীর জন্য ১৫ লাখ টাকা জমা পড়ে।

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় চাল ৫ কেজি, ডাল ২ কেজি, সুজি, চিড়া, চিনি, খাবার স্যালাইন, সাবানসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দিনাজপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বসতঘর নির্মাণের পরিকল্পনা নেয়া হয়।

নাজমুল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।