নৃগোষ্ঠীকে মূল জনগোষ্ঠীর কাতারে এনে কর্মসংস্থানের ব্যবস্থা : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) আর পিছিয়ে নেই। তাদের মূল জনগোষ্ঠীর কাতারে এনে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, এসব জনগোষ্ঠীর মধ্যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের চাকরির জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে ৩৮ কোটি বই বিনামূল্য ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৮ সালের মধ্যে সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করা হবে। সিংড়ায় হাইটেক পার্ক স্থাপন হতে যাচ্ছে, যেখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরের সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩১৭ জন ছাত্র-ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ৩ লাখ ৭২ হাজার টাকার এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।
এ সময় তিনি বলেন, সিংড়ায় ১ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের তথ্য প্রযুক্তিতে গড়ে তোলা হচ্ছে। তারা প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশসেবাসহ আত্মকর্মসংস্থানে নিজেদের নিযুক্ত করবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া গোল ই আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
এরপরে প্রতিমন্ত্রী পলক উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা আইসিটি ও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় অংশ গ্রহণ করেন।
রেজাউল করিম রেজা/এএম/এমএস