কোনো ধরনের অনিময় মেনে নেয়া হবে না : পলক


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১০ জুন ২০১৭

রাস্তার নিম্নমানের কাজ পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় কোনো ধরনের অনিময় মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী। তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন। নিম্নমানের কাজ হচ্ছে না দাবি করে প্রকৌশলী বলেন, শিডিউল অনুযায়ীই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে।

সিংড়া এলজিইডি অফিস সূত্র জানায়, উপজেলার চৌগ্রাম থেকে কালিগঞ্জ আঞ্চলিক সড়কের স্থাপনদিঘী থেকে পাকিশা পর্যন্ত সোয়া তিন কিলোমিটার রাস্তার মেরামত কাজ চলছে। রাস্তা মেরামতের কাজটি করছেন রহমান কনস্ট্রাকশন নামে নাটোর শহরের সাগর নামের এক ঠিকাদার।

রাস্তাটি মেরামতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু সম্প্রতি ওই রাস্তা মেরামতে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। ভেঙে যাওয়া রাস্তার খোয়া উঠিয়ে আবার ওই খোয়া দিয়েই রাস্তা লেভেল করা হচ্ছে। এছাড়া কিছু কিছু স্থানে বালুর পরিবর্তে মাটিও ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিম্নমানের কাজের কারণে কাজ শেষ হলে তিন মাসের মধ্যে রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হবে। এতে ভোগান্তিতে পড়তে হবে সাধারণ জনগণকে। এ নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

এদিকে নিম্নমানের কাজের ছবি এবং কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় শনিবার সকালে ওই রাস্তার কাজের মান দেখতে ঘটনাস্থলে ছুটে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি নিম্নমানের রাস্তার কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রাস্তাসহ যেকোনো রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। নিম্নমানের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

রেজাউল করিম রেজা/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।