ফুলবাড়ী সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ প্রায় ২৫ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে।

বুধবার সকালে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানে উপজেলার নাগেশ্বরীর বিন্নাবাড়ি নামক স্থানে অবস্থান নেন।

এ সময় দুইটি অটোরিকশাযোগে ভারতীয় বিভিন্ন মালামাল নিয়ে চোরাকারবারিরা নাগেশ্বরী নিয়ে যাওয়ার গোপন সংবাদ পান বিজিবির সদস্যরা।

এ খবরের ভিত্তিতে অটোরিকশা গতিরোধ করে। বিজিবিকে দেখে অটোরিকশাসহ মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি মালামালগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

উদ্ধার মালামালগুলোর মধ্যে ছিল ৪৫১ পিস ভারতীয় শাড়ি, ৯৯টি অক্সিজেন ফ্লেক্সি মাউস, ১০০ পিস অ্যারোমিট, ১৫০ পিস পিএমও লাইন, ৮০ পিস অক্সিসেট, ২ হাজার ৯৮৫ পিস বিন ও লাইন, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড। উদ্ধার মালামালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা ।

কুড়িগ্রাম ৪৫-বিজিবির অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম এসব মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।