খোয়াই নদীতে নৌকাডুবি : আরও একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭
ছবি-ফাইল

হবিগঞ্জ সদর উপজেলার লম্বাবাগ নামক এলাকায় খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে বানিয়াচং উপজেলার রতনপুর এলাকায় খোয়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনিয়ে নৌকাডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো ছয়জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

নিহত আইনুল হক শহরের উমেদনগর এলাকার নজির মিয়ার ছেলে। বৃহস্পতিবার নৌকা যোগে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে তিনি তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ৪০ বস্তা সিমেন্ট, ১৮ মণ রড ও ৭০ জন যাত্রী নিয়ে বানিয়াচং উপজেলার সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। নৌকাটি খোয়াই নদীর লম্বাবাগ পাথরছড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে ডুবে যায়।

এ সময় অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠলেও বৃদ্ধ মহিলা ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। রাত ৯টায় স্থানীয় লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ থাকেন আরও ৭ জন। শুক্রবার নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ৪ সদস্যের একটি ডুবুরি দল বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৩টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মনীষ চাকমা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।