ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের দিরাজউদ্দিন এর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুবেল তার এক বন্ধুর বাড়িতে স্টিলের আলমারি রঙ করছিল। হঠাৎ মটরচালিত রঙ করা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এস এম তরুন/এআরএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।