কলেজছাত্রীকে ধর্ষণ, বন্ধুদের মোবাইলে ভিডিও ধারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:২৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রামের মোশারফ হোসেনের ছেলে জীবন, রামকৃষ্টপুরের রবিউল ইসলামের ছেলে পারভেজ ইসলাম রামিম ও গোলাম নবীর ছেলে নায়িম আজাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা জানান, প্রেমের সম্পর্কের জের ধরে এক কলেজছাত্রীকে গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ করে বন্ধুদের মোবাইলে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে জীবন।

পরে বন্ধু পারভেজ ও নায়িম ওই ভিডিওচিত্র এলাকায় ছড়িয়ে দেয়। ওই কলেজছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ওই ছাত্রী বাদী হয়ে ধর্ষণ ও পর্নগ্রাফি প্রতিরোধ আইনে সদর থানায় মামলা করেছেন।

মোহা. আব্দুল্লাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।