বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি
ফাইল ছবি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৫ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল ৯ টায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী চন্দ্র শেখর দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার রাত থেকেই পানি বাড়তে শুরু করে এবং শনিবার সকালে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানি বৃদ্ধির সাথে সাথে ফুলছড়ি উপজেলার সিংড়িয়া, রতনপুর, নামাপাড়া, গণকবর, জিয়াভাঙ্গাসহ বেশ কিছু এলাকার নদী ভাঙন পরিস্থিতির অবনতি ঘটেছে।
অমিত দাস/এসএম/এমএস