নড়াইলে বিরল প্রজাতির পাখিসহ শিকারি আটক


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১৩ জুন ২০১৫

নড়াইলে বিরল প্রজাতির ১০টি জবাই করা পাখি, ৮ রাউন্ড গুলি ও ব্যবহৃত একটি কার্টুজসহ শিমুল শেখ (৩২) নামে এক পাখি শিকারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত শিমুল যশোর জেলার বাঘারপাড়ার দোহকুলা গ্রামের শেখ মোকসেদ আলীর ছেলে।

নড়াইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজা জাগো নিউজকে জানান, বিরল প্রজাতির পাখি শিকারের জন্য একদল শিকারি যশোরের বাঘারপাড়া থেকে নড়াইলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নড়াইলের গুয়াখোলা মান্দিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে শিমুল শেখকে আটক করলেও দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।